বুধবার, ৩১ ডিসেম্বর, ২০০৮

মনের ভাবনা ।

ইদানিং কেন জানিনা লিখতে ভাল লাগেনা। লিখতে বসেও দেখা যায় কোন বই, ম্যাগাজিন এইসব পড়ি, খুব মনযোগ দিয়ে পড়ি তাও নয়। গত বছর ডিসেম্বর মাসে যা ঘটেছে তার পর থেকে ডিসেম্বর মাস বললেই আতঙ্কিত বোধ করতাম। সবসময় শঙ্কা কাজ করতো মনে এই বুঝি আবার কোন বিপদ চলে আসে কিনা তাই ভেবে। অবশেষে দেখতে দেখতে কেটে গেল মাসটি শুধু তা নয় পুরো বছরটাও শেষ হয়ে গেল। কি পেয়েছি আর কি হারিয়েছি তার হিসাব কষতে গেলে দেখা যাবে আমার হারানোর দিকের পাল্লাটি একটু বেশী ঝুঁকে থাকবে।


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বল নেবে কি?


বেজেই চলছে গানটি আর মনে মনে ভাবছি আহা আমায় যদি কেউ এইভাবে আকুল হয়ে ডাক দিতো তবেতো দিতাম ছুট। অনেকটা দিন পেরিয়ে গেল কোথাও যাওয়া হয়না। নিত্যদিন অফিস গিয়ে সেই একই নিয়ম মাফিক সব কাজ সম্পন্ন করতে গিয়ে বিরক্ত লাগছে। এই ডিসেম্বরে অফিস করেছি অনেক কম তবুও কেমন যেন লাগছে, ঠিক বোঝানো যায়না অনুভুতি গুলো।


যদি বন্ধু হও যদি বাড়াও হাত
যেন থামবে ঝড় মুছে যাবে রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য্য বলবে সুপ্রভাত।
সবার রঙে মিশলে রং
সুরে মিললে সুর হবে
পুরনো যত দ্বিধা দ্বন্ধ দুর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝ তোমার আমার নেই তফাৎ।
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য্য বলবে সুপ্রভাত।


শুভমিতা গেয়ে চলেছে বন্ধু নিয়ে চমৎকার একটি গান। আগামী কাল নতুন একটা বছর প্রবেশ করবে, সব কিছুই নতুনভাবে শুরু করতে হবে জানি। এমন কত নতুন বছরকে বরণ করেছি সব বন্ধুরা একসাথে মিলিত হয়ে গানে গানে আর হৈ হুল্লোর করে। এখন কে কত দুরে চলে গেছে, মুঠো ফোনে শুধু কয়েক লাইনের বার্তা পাঠিয়েই আমরা আমাদের বন্ধুতা রক্ষা করে চলেছি। 

বাংলাদেশের জন্য নতুন বছরটি বয়ে আনুক অনেক অনেক শুভ বার্তা। দেশের জনগণ নতুন একটি সরকার এনেছে, বিজয়ের মাসে আরেকটি বিজয় নিয়ে এলো আমাদের দেশবাসী। এবার ভোট দিতে গিয়ে কোন লোকজনকে আতঙ্কগ্রস্ত হতে দেখিনি সেটাই ছিল অনেক ভাল লাগার ব্যাপার। দুপুর বেলা ভোট দিতে গেলে নিজের ভোট অন্য লোক দিয়ে দেবে তাই ভেবেও কেউকে দেখিনি চিন্তিত হতে। যারা এবার প্রথম ভোট দিল তাদেরও উৎসাহের কমতি ছিলনা দেখেছি। তাই বর্তমান প্রজন্মের অনেক অবদান রয়েছে নতুন এই সরকার গঠনের ব্যাপারে। সুন্দর সু-শৃংখল ভাবে লোকজন ভোট দিচ্ছিল তাই দেখতে ভীষন ভাল লাগছিল। তখন মনে হচ্ছিল আমাদের দেশের জনগণ চাইলে কি-না করতে পারে। 

প্রার্থনা করি নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। সবার জীবন ভরে থাক ভালবাসা আর স্নেন মমতায়।


১৩টি মন্তব্য:

Riton Khan বলেছেন...

অনেক ভালো লাগলো পড়ে। তোমার লেখা সত্যি দারুণ। আচ্ছা তোমার পছন্দের ব্লগে আমি নেই কেন?
http://ritonkhan.blogspot.com

~ মেঘের অনেক রং ~ বলেছেন...

Dhonnyobad Riton...
tomay add kora hoyni beyparta nijeo lokkyo korini etodin... sorry tar jonnye. :)
Eito ekhon amar pochonder blog talikate tumio chole ele...

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

didi didi didi

tomar likha pore amaro onek bhalo laglo. bishes kore bondhutter beparta. eito ei bochor koto anondo korechi shobai mile. kintu jara deshe ache tader sathe anondo chilo duralaponir maddhome tobe shei kichukhoner jonno. erpor hoye jabo durbashinda tokhon eder satheo hoye porbe durotto. bondhutto tikiye rakhar jonno othoba nijer sharter shantonar jonno duralaponi bojai rakha hobe. hm...

suvhomitar gaanti amar khub pochondo.

notun bochor shuvo hok tomar ebon shobar shei kamona korchi...

bhalo theko didi...

irtiza বলেছেন...

Apu, borabor er potoi darun ekta post. Tomar lekha porte khub valo lage.

shuvo noboborsho (a bit late actually...jai hok)

Take care

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

kothai harale?

toxoid_toxaemia বলেছেন...

লিখতে ইচ্ছা না করাটা তো খুবই খারাপ অসুখ। তোমাকে কয়েকটা অসুধ দিতে হবে ভাবছি !!

নামহীন বলেছেন...

মুনিয়া!!!
আজ অ্যাত্তোদিন চেষ্টার পর তোমার ব্লগটা দেখতে পেলাম। আমি কেমন বোকা, শুধু ফায়ারফক্স থেকেই দেখার চেষ্টা করেছি। আজ দেখি আইই থেকে দেখে ঠিকঠাক দেখতে পেলাম। তুমি শিগগির নতুন লেখা দাও। তোমার লেখায় আমার প্রিয় চট্টগ্রামকে দেখতে চাই...

কেমন আছ? অনেক অনেক ভাল থেক।

নামহীন বলেছেন...

কেন ভাল লাগছে না লিখতে???
নতুন গান কোনটা শুনলে, বা নতুন মুভি কোনটা দেখলে, তাই নিয়ে লেখোনা, প্লীজ। তোমার ভাষা খুব সাবলীল। লেখা থামানো চলবে না।

toxoid_toxaemia বলেছেন...

দেখেছ এখন, নুশু আপু এতো করে বলছেন আমাদের কথা পাত্তা না দাও উনার কথা তো শুনতেই হবে তোমাকে। ইয়া বড় বড় ব্লগ লিখতে হবে সেটা বলছিনা। অথবা গৎবাঁধা ধাঁচেই লিখতে হবে তেমনটাও নয়। তোমার যেমনটা ভাল লাগে সেভাবে লিখবে। তাই ভড়ং বাদ লেখা শুরু করে দাও ! পারলে এক্ষুনি।

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

didi tumi r likhona keno?

toxoid_toxaemia বলেছেন...

চল গিয়ে আপুকে আমরা মিলে গনধোলাই দেই। তাহলে কাজ হলেও হতে পারে।

Riton Khan বলেছেন...

onekdin kisu lekho na ghotona ki?

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

apu emon hoye gele keno?