সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

যেমন আছি এখন___

অনেকদিন কিছুই লেখা হয়না, ইচ্ছে গুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। সারাটা দিন অফিসে কাটিয়ে আর কোন শখ বা ইচ্ছের ডানা মেলে দিতে মন চায়না। এই কাজ আমার সব নিল, ইচ্ছে মতো ঘুড়ে বেড়ানো, ইচ্ছে মতো ঘুমানো, ইচ্ছে মতো গান শোনা আরো আরো কত কি। সব কিছুই চলছে নিয়ম মাফিক, বড্ড হাপিয়ে উঠি এই নিয়মের বেড়া জালে আটকে পড়ে।

কয়েকদিন হতে বৃষ্টির আশা করছিলাম ভীষন, অবশেষে সেই বৃষ্টির দেখা পেলাম গতকাল সকালে, ঘুমটাই ভেঙ্গেছে মেঘের গুরুম গুরুম শব্দে। বারান্দায় বেরিয়ে দেখি কিসের কি, মেঘ গুলো সব দক্ষিনের হাওয়ায় উত্তরে ভেসে যাচ্ছে, তাই দেখে মনে মনে বলছিলাম একটু বৃষ্টি হলে কি এমন হতো। নিজের মনেই মেঘগুলোর বেশ এক হাত নিয়ে নিলাম। বেলী ফুল গাছটা ফুল ফুটে সাদা হয়ে আছে, তাই দেখে মনটা আনন্দে ভরে গেল, সেই ফুলে নাক ডুবিয়ে প্রান ভরে সুঘ্রান নিলাম, আহ কি মিষ্টি সুগন্ধি।

আজ খেলা ভাঙ্গার খেলা, খেলবি আয় আয় আয়
সুখের বাসা ভেঙ্গে, খেলবি আয় আয় আয়_________ বাহ্ মন্দ লাগছেনা নিজের মনে গুনগুনিয়ে উঠতে। হুমম রবীন্দ্র রচনাবলীটা অনলাইনে খুঁজে পাচ্ছিনা কয়েকদিন হতে, মনে পড়ল ওটা আজ খুঁজতে হবে।

অবশেষে বৃষ্টির দেখা পেলাম আমার শহরে, তাও কখন? যখন আমি অফিসের বের হবো ঠিক তখুনি। মৌসুমের প্রথম বৃষ্টির ছোঁয়া উপভোগ করবার সৌভাগ্য হলোনা আমার কারণ ----- আবার সেই কাজ।
এতো সবকিছুর পরেও আবার সেই কাজ আমায় প্রতি নিয়ত বেঁচে থাকার প্রেরনা যোগায়, ভুলে থাকতে সাহায্য করে আমার অনেক দুঃসহ কষ্টের স্মৃতি।