রবিবার, ২১ ডিসেম্বর, ২০০৮

মেঘ হলে মন বিকেল বেলায়.....

মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ী।
মেঘ হতো কাশ ফুলের দু-চোখ
দৃষ্টি কিন্তু খুব আনাড়ী আনাড়ী।।

কিন্তু মনে মেঘ থাকেনা
মেঘ ছাড়া আকাশ খালি
বোতাম খোলা জানালা বুকে
বইছে হাওয়া শুধু শুন্যতারি
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ী।।

মন খারাপে মেঘের গায়ে
আঁকছে আকাশ একলা ছবি
মেঘ থেকে মেঘ শব্দে সুরে
গল্প সবই যন্ত্রনারই।

এখন আকাশ একলা থাকে
মেঘ নেই আর মেঘের বাড়ী
বোতাম খোলা জানালা বুকে
বইছে হাওয়া শুধু শুন্যতারি


মেঘ হলে মন বিকেল বেলায় 
একলা যেতাম মেঘের বাড়ী
মেঘ হতো কাশ ফুলের দু-চোখ
দৃষ্টি কিন্তু খুব আনাড়ী আনাড়ীll



৬টি মন্তব্য:

toxoid_toxaemia বলেছেন...

সব্বোনাশ !! তোমারো দেখি এই গান ভাল লাগে !
আমারো খুব প্রিয় গান এটা। শ্রীকান্ত আচার্যের গলায় অসাধারণ লাগে গানটা।

ইরতেজা আলী বলেছেন...

প্রিয় গান। ভালো লাগল। আপনার পেছনে লেগেছি। মাঝে মাঝে এসে উকি দিয়ে যাব।

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

অসাধারণ লাগে গানটা।

যাযাবর বলেছেন...

আমি এই গানটা চাইইইইইইইই, প্লীজ!
কীভাবে ডাউনলোড করবো??

~ মেঘের অনেক রং ~ বলেছেন...

Toxi hee asolei gaanta oshadharon..:)

Irteza gaanti apnar vhalo lgegeche jene khusi holam...:)

Minus onekkk chomotkar gaanti tainare...:)

Jajabor chesta korchi gaanti apnake mail kore dite:)

নামহীন বলেছেন...

sundor gaan..