সোমবার, ১৭ নভেম্বর, ২০০৮

কাল রাতে আমার স্বপ্নে এসেছিলে তুমি

 

কাল রাতে আমার স্বপ্নে এসেছিলে তুমি
কাছে এসে পাশে বসে ভালবেসেছো তুমি

আমার যতো ভালবাসা ছিল দিয়েছি তোমায়
তার বিনিময়ে অমি পেয়েছি কি হায়।

তুমি ছাড়া এই জীবন আমার কিভাবে কাটবে একা
যেন কোন অজানা পথ ঘন কুয়াশায় ঢাকা।

আমারি নিঃসঙ্গ জীবনে আসবে কি তুমি
সঙ্গী হয়ে ভালবাসা হৃদয় গভীরে
সময়তো মোর থমকে গেছে তোমায় পাবার আশায়
জীবনের অপারে হয়তোবা দেখা হবে দুজনার।

তুমি ছাড়া এই জীবন আমার কিভাবে কাটবে একা
যেন কোন অজানা পথ ঘন কুয়াশায় ঢাকা।

কাল রাতে আমার স্বপ্নে এসেছিলে তুমি
কাছে এসে পাশে বসে ভালবেসেছো তুমি
আমার যতো ভালবাসা ছিল দিয়েছি তোমায়
তার বিনিময়ে অমি পেয়েছি কি হায়।

তুমি ছাড়া এই জীবন আমার কিভাবে কাটবে একা
যেন কোন অজানা পথ ঘন কুয়াশায় ঢাকা ॥

''তুমি ছাড়া এই জীবন আমার কিভাবে কাটবে একা, যেন কোন অজানা পথ ঘন কুয়াশায় ঢাকা'' গানটির এই লাইন দুটি শুনে হঠাৎ করেই চোখে জল চলে এলো, আমারি মনের কথা হয়তো তাই । 
আজ ভোর বেলা ঘুম ভাঙ্গার পরেই টিভি টা ছাড়তেই পর্দায় ভেসে এলো সুন্দর এই গানের ভিডিও টি। চোখের সামনেই সমুদ্রের নীল জলের ঢেউ দেখে মূহুর্তেই মনটা খারাপ হয়ে গেল হোকনা সেটা টিভির পর্দায় তবুও। সমুদ্র মানুষের মনটা অনেক সময় ভীষন ভাল করে দেয় আবার অনেকটা খারাপও। বরাবরই সমুদ্র আমায় কাছে টানে তাই হয়তো এই গানের ভিডিও চিত্রটি আর গানটি আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। বাংলা গানের অনেক সুন্দর ভিডিও চিত্র ধারন হয়তো হয়ে থাকবে কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা এতো সুন্দর গানের ভিডিও আর দেখিনি।